নতুন বই সাহিত্য

ফয়সাল অাহমেদ এর তৃতীয় গল্পগ্রন্থ “চিরকুট” প্রকাশিত

নরসুন্দা ডটকম   ফেব্রুয়ারি ২, ২০১৮

তরুণ লেখক ফয়সাল আহমেদ এর তৃতীয় গল্পগ্রন্থ “চিরকুট” প্রকাশিত হয়েছে।

বইটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন

প্রচ্ছদ করেছেন- মেহেদী মিতা।

একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দ্যু প্রকাশন-এর ৬৭১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

এছাড়াও অনলাইন শপ রকমারিতে বইটি পাওয়া যাচ্ছে।

বইটিতে আছে মোট সাতটি গল্প।

গল্গগুলো হলো- চিরকুট, রেখা আর আমার সময়গুলো, ঠিক ভোরের আগে, যেতে যেতে পথে, জবানা ও নেতার গল্প, মাতাল রাতের গল্প, প্রত্যাবর্তন।

লেখক ফয়সাল আহমেদ এর জন্ম- ২৬ জানুয়ারি- ১৯৮৪ খ্রি, কিশোরগঞ্জ

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। পেশা: সাংবাদিকতা।

লেখকের প্রকাশিত আরো দুটি গ্রন্থ হলো- স্বপ্ন ও একটি গ্রাম ( ২০১৩), সেদিন বৃষ্টি ছিল ( ২০১৫)।

ফয়সাল আহমেদ, লেখক, সাংবাদিক।

“চিরকুট” (ছোটগল্প সংকলন)

কাভার : পেপারব্যাক ।। সাইজ : ৪.৭৫”X৬.৭৫” ।। পৃষ্ঠা সংখ্যা : ৯৬ ।। প্রকাশক : দ্যু প্রকাশন ।। প্রথম প্রকাশ : বইমেলা ২০১৮

ISBN : ৯৭৮-৯৮৪-৯৩১৯৮-৭-০

গল্পগ্রন্থ “চিরকুট” লেখক-ফয়সাল আহমেদ।

About the author

নরসুন্দা ডটকম