দেশ-বিদেশ

ভারতে মোজার দুর্গন্ধ ছড়ানোয় একজন গ্রেফতার

নরসুন্দা ডটকম   ডিসেম্বর ১, ২০১৭

পুলিশ বলছে, মোজার দুর্গন্ধের কারণে এক ব্যক্তির সাথে বাসের অন্যান্য যাত্রীদের ঝগড়া শুরু হলে তারা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছেন।

তারা জানান, তারা ২৭ বছর বয়সী ওই ব্যক্তি প্রকাশ কুমারের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছেন।

তার বিরুদ্ধে, পাবলিক নুইসেন্স বা ‘জনগণের মধ্যে অসুবিধা’ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

রাজধানী দিল্লিগামী একটি বাসে মি কুমার তার পায়ের জুতা-মোজা খুলে ফেলার পর এই ঘটনা ঘটেছে।

ওই দুর্গন্ধ এতোটই তীব্র ছিলো যে অন্যান্য যাত্রীরা তাকে তার মোজা জোড়া ব্যাগের ভেতরে রাখতে অথবা বাসের বাইরে ছুঁড়ে ফেলতে বলেন।

কিন্তু তিনি সেটা করতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় শুরু হয়।

তখন যাত্রীরা বাসের চালককে উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের একটি পুলিশ স্টেশনে বাসটিকে নিয়ে যেতে বাধ্য করেন।

ওই পুলিশ স্টেশনেই মোজার মালিকের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়।

কিন্তু মি কুমার হিন্দুস্তান টাইমস সংবাদপত্রকে বলেছেন, তার মোজা থেকে কোন দুর্গন্ধ বের হচ্ছিলো না। তিনি জানান, যাত্রীরা কোন কারণ ছাড়াই তার সাথে তর্ক করছিলো।

পুলিশ জানিয়েছে যে মি. কুমারকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

About the author

নরসুন্দা ডটকম