ফিচার

কে বা কি হয়ে উঠতে পারে ২০১৮ সালের বড় ঘটনা?

নরসুন্দা ডটকম   ডিসেম্বর ৩১, ২০১৭
Happy New Year

সামনের দিনগুলোতে কি ঘটবে – তা আগে থেকে জানবার আকাঙ্খা বোধ হয় মানুষের চিরন্তন। সেই ভাবনা থেকেই আগামী বছরের প্রধান ‘ট্রেন্ড’ কি হবে তা বোঝার এই চেষ্টা।

কে বা কি হয়ে উঠতে পারে আগামি বছরের বড় ঘটনা? আমরা এ মুহূর্তে যতটুকু জানি তার ভিত্তিতেই একটা অনুমানের চেষ্টা এটা।

বৈদ্যুতিক গাড়ি

মোটরগাড়ি শিল্পের বেশ কিছু বিশ্লেষক বলেছেন, ২০১৮ সাল হবে বৈদ্যুতিক গাড়ির জন্য গুরুত্বপূর্ণ বছর ।

যদি তাই হয়, তাহলে তা বোঝা যাবে বিক্রি বাড়ার মধ্যে দিয়ে।

এ বছর বৈদ্যুতিক গাড়ি হবে মোট বাজারের ৪ শতাংশ – যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এই বৃদ্ধির একটা বড় কারণ হলো চীনে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি।

চাঁদের উল্টো পিঠে নামবে চীনা মহাকাশযান

গত বছরের জানুয়ারিতেই চীন ঘোষণা করেছিল যে ২০১৮ সালের শেষ নাগাদ তারা হবে চাঁদের উল্টো পিঠ অর্থাৎ অন্ধকার দিকটায় অবতরণকারী প্রথম দেশ।

সরকারি বার্তা সংস্থা এ খবর দিয়েছিল। প্রোব চ্যাংই ফোর নামেও যানটি চাঁদের উল্টো পিঠের ভূতাত্বিক গঠন জরিপ করবে।

চাঁদে চীনের অবতরণ অবশ্য এই প্রথম নয়। ২০১৩ সালে প্রথম চীনা যান চাঁদে নেমেছিল, তাই তারা হচ্ছে যুক্তরাষ্ট্র আর সাবেক সোভিয়েক ইউনিয়নের পর এ ক্ষেত্রে তৃতীয় দেশ।

চাঁদের উল্টো পিঠে নামবে চীনা মহাকাশযান

হান্না-র উত্থান

হান্না এ্যালপারের বয়েস মাত্র ১৪।

কিন্তু নয় বছর বয়েস থেকেই পরিবেশ সংক্রান্ত ব্লগ লিখছে সে, এবং এ্যান্টি-বুলিইং আন্দোলনের জন্যও কাজ করছে সে।

মনে করা হচ্ছে হান্নার কার্যক্রম দেখে চোখ কপালে তুলবেন এমন লোকের সংখ্যাও ২০১৮ সালে বাড়বে।

পুরুষদের জন্মনিরোধক

পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের পরীক্ষা শুরু হবে ২০১৮ সালেই।

এটা হচ্ছে ভ্যাসালজেল নামে একধরণের হরমোন-মুক্ত বস্তু – যা বাজারে এলে পুরুষদের আর কনডম ব্যবহার করতে বা ভ্যাসেকটমি সার্জারি করাতে হবে না।

ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডোনাল্ড ওয়ালার এই জেলটি তৈরি করেছেন। এটা ইনজেকশন হিসেবে নিতে হবে এবং তার ফলে পুরুষের বীর্য থেকে শুক্রাণু আলাদা করে ফেলা যাবে। ইনজেকশন বন্ধ করলে পুরুষেরা আবার পূর্বাবস্থায় ফেরত যেতে পারবেন।

এখন পর্যন্ত খরগোশ ও বানরের ওপর পরীক্ষা আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।

কার্ল মার্কসের জন্মের ২০০তম বার্ষিকী

জার্মান দার্শনিক কার্ল মার্কসের জন্ম হয়েছিল ১৮১৮ সালের ৫ই মে। ২০১৮র ৫ই মে তার জন্মের ২০০তম বার্ষিকী।

আশা করা চলে তার চিন্তা এবং উত্তরাধিকার নিয়ে এ বছর বহুমাত্রিক বিতর্ক হবে।

কার্ল মার্কস সমাহিত আছেন লন্ডনের হাইগেট কবরস্থানে। তার কবর দেখতে দর্শনার্থীদের ভিড় এবার বেড়ে যেতে পারে।

কার্ল মার্কসের জন্মের ২০০তম বার্ষিকী

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে

জাতিসংঘের এক হিসেব অনুযায়ী ভারত হয়তো ২০১৮ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে চীনকে ছাড়িয়ে এক নম্বরে চলে আসবে।

তাদের জিডিপি বাড়বে ৭ দশমিক ২ শতাংশ হারে , অন্য দিকে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি হবে ‘মাত্র’ ৬ দশমিক ৫ শতাংশ।

বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি হবে প্রায় ২ দশমিক ৯ শতাংশ।

অারো পড়ুন……

ফিরে দেখা ২০১৭ : চলে গেলেন যারা

এমবাপ্পির উত্থান

কাইলিয়ান এমবাপ্পিকে এখন হয়তো আর অপরিচিত বলা চলে না। প্যারিস সঁ-জার্মেইনের এই তরুণ ফরাসী ফুটবলার এর মধ্যে ইউরোপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।

ক্লাবে তিনি তার প্রথম ২৫ খেলায় গোল করেছেন ১৩টি।

যেহেতু ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে রাশিয়ায়, সেখানে ফ্রান্সকে এবার সম্ভাব্য শিরোপাজয়ীদের একজন বলেও মনে করা হচ্ছে।

হয়তো এমবাপ্পি এবারের বিশ্বকাপে মেসি বা রোনাল্ডোদের ম্লান করে দেবার একটা সুযোগ পেয়ে যেতেও পারেন।

পোলিও নিশ্চিহ্ন হচ্ছে পৃথিবী থেকে

পোলিওকেএকসময় পৃথিবীর সবচেয়ে ভীতিকর রোগ বলে মনে করা হতো। কিন্তু এখন পোলিও বিলুপ্ত হবার পথে।

ডিসেম্বর মােই পোলিও নির্মূলের বৈশি।বক সংস্থা বলছে ২০১৭ সালে মাত্র ১৭ জনের পোলিও হয়েছিল।

আর ২০ বছর আগে এক বছরে পোলিও রোগীর সংখ্যা ছিল সাড়ে ৩ লাখ।

তাই মনে করা হচ্ছে ২০১৮ শেষ হতে হতে পোলিও হয়তো বিলুপ্ত হয়ে যাবে। সূত্র: বিবিসি বাংলা।

পোলিও নিশ্চিহ্ন হচ্ছে পৃথিবী থেকে

About the author

নরসুন্দা ডটকম